নতুন বছর উপলক্ষ্যে বিকাশ দিচ্ছে ২০০৳ পর্যন্ত বোনাস(শর্ত প্রযোজ্য)


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আমি মোঃ শাকিল হাসান আজকের পোষ্টে স্বাগতম জানাচ্ছি।

★★বিকাশ লিমিটেড নতুন বছরে দিচ্ছে ২০০৳ বোনাস!

তবে সেই ক্ষেত্রে তাদের কিছু শর্ত আছে। শর্তগুলো নিচে দেওয়া হলো..
১.কেউ একাউন্ট খুলার পর প্রথমবার বিকাশ অ্যাপে লগ ইন করলে এই বোনাস পাবেন।এবং কেউ যদি নতুন একাউন্ট খুলেন ওবং এপ্স এ লগইন করেন,সেও এই বোনাস পাবেন
২.কাস্টমার ৮ সপ্তাহে সর্বমোট ২০০ টাকা পর্যন্ত বোনাস পাবেন
৩.যোগ্য গ্রাহকেরা সাপ্তাহিক চ্যালেঞ্জ শেষ হওয়ার পরবর্তী কর্মদিবসের মধ্যে উল্লিখিত সব ক্যাম্পেইনের জন্য বোনাস পাবেন
৪.যদি কোনো গ্রাহক কোনো সপ্তাহের বৃহস্পতিবার ক্যাম্পেইনে অংশ নিয়ে থাকেন, তাহলে চ্যালেঞ্জ কমপ্লিট করার মাধ্যমে তিনি পরবর্তী রবিবার (কার্যদিবসে) বোনাস পাবেন
৫.একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা কারণে গ্রাহক ক্যাশব্যাক না পান,সেক্ষেত্রে বিকাশ ২ সপ্তাহের মধ্যে দুই বার অন্তর অন্তর পুনরায় পুরস্কারের অর্থ প্রদানের চেষ্টা করবে। সব চেষ্টাই যদি ব্যর্থ হয়, তাহলে আর চেষ্টা করা হবে না এবং গ্রাহক অফার বোনাসের জন্য আর বিবেচিত হবেন না;
৬.গ্রাহক তার বিকাশ একাউন্ট থেকে সাপ্তাহিক চ্যালেঞ্জ সমপন্ন করলে বোনাস পাওয়ার জন্য বিবেচিত হবেন
৭.যেকোনো সপ্তাহের চ্যালেঞ্জ বোনাস ওই সপ্তাহের নির্দিষ্ট প্রথম লেনদেন এর উপর প্রযোজ্য

–যেভাবে পাওয়া যাবে ২০০৳ বোনাস!

১.প্রথমবার অ্যাপে লগ ইন করলে ২০ টাকা বোনাস
২.১ম সপ্তাহে ৩ বার অ্যাপে লগ ইন করলে ১০ টাকা বোনাস
৩.২য় সপ্তাহে মোবাইল রিচার্জ করলে ১৫ টাকা পর্যন্ত বোনাস
৪.৩য় সপ্তাহে সার্ভে সম্পন্ন করলে ১০ টাকা বোনাস
৫.৪র্থ সপ্তাহে ১৫ টাকা সেন্ড মানি করলে ১৫ টাকা বোনাস
৬.৫ম সপ্তাহে যেকোনো লেনদেনে ২৫ টাকা বোনাস
৭.৬ষ্ঠ সপ্তাহে পেমেন্ট করলে ৩০ টাকা বোনাস
৮.৭ম সপ্তাহে পে বিল করলে ৩৫ টাকা বোনাস
৯.৮ম সপ্তাহে রেফার করলে ৪০ টাকা বোনাস

এইভাবে মোট পাবেন ৮ সপ্তাহে ২০০৳
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন,না বুঝলে কমেন্ট করুন।

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.