App Not Installed সমস্যা’টির সমাধান নিয়ে নিন!{Easy Mathod}
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি App Not installed সমস্যা Solved করবেন।আপনারা অনেকেই Google Chrome অথবা অন্য কোন ব্রাউজার থেকে যখন কোনো অ্যাপ ডাউনলোড করেন ,তখন দেখবেন কিছু অ্যাপ ইন্সটল করার সময় দেখাবে App Not Installed . সমস্যাটির সমাধান খুবই সিম্পল ।আপনাকে এর জন্য কোনো প্রকার অ্যাপস অথবা রুট করার প্রয়োজন নেই।

প্রথমেই আপনি চলে যান আপনার Play Store অ্যাপের মধ্যে।এরপর দেখবেন ৩ ডট ওখানে ক্লিক করলে Play Protect নামে একটি অপশন পাবেন ওখানে ক্লিক করুন।

এরপর ডান পাশের উপরের কোনায় দেখতে পাবেন Settings ⚙️ আইকন ওখানে ক্লিক করুন।

এরপর দুটি অপশন পাবেন ,যেগুলো ইনএবল{Enable} অবস্থায় পাবেন। সেগুলো অফ করে দিন ক্লিক করে।

এখন আপনার কাঙ্খিত অ্যাপটি{যে অ্যাপটি ইনস্টল হচ্ছিল না} ইনস্টল করুন।দেখবেন খুবই সহজে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে।
>
ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা করবেন
No comments