বাংলাদেশ থেকে সহজেই খুলুন পে-পাল একাউন্ট্ তাও বাংলাদেশের নাম্বার দিয়ে। [বিস্তারিত পোস্টে]

আপনারা সবাই কেমন আছেন ।

নি

শ্চই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম এমন একটি পোস্ট নিয়ে তা হলো বাংলাদেশ থেকে সহজেই খুলুন পে-পাল একাউন্ট্ তাও বাংলাদেশের নাম্বার দিয়ে। আর এরকম পোস্ট ট্রিকবিডি কেন গুগলে সার্চ করে পাবেন না।তাই দয়া করে কেউ কপি করবেন না।তো শুরু করা যাক। প্রথমে আমাদের এই লিন্কে যেতে হবে। তারপর তরপর তারপর তারপর এমন একটা স্ট্রং পাসওয়ার্ড দিন [[email protected]] তারপর আপনার সমস্ত ইনফো দিয়ে নাম্বার এর আগে যে পতাকা রয়েছে তার উপর ক্লিক করুন তারপর বাংলাদেশ দিন তারপর 0 বাদে আপনার নাম্বার দিন তারপর তারপর তারপর এরপর ইমেইল কনফারম করুন তারপর পাসওয়ার্ড দিন এবং কনফারম মাই ইমেইল এ ক্লিক করুন । তো আজ এ পর্যন্তই। আল্লাহ্ হাফেজ। বিদায় ।

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.