৬ টি ব্যতিক্রমী ইনফোগ্রাফিক টুলসসমূহ। চলুন দেখে আসি
ইনফোগ্রাফিক হল কোন জটিলতর তথ্য অথবা পরিসংখ্যান খুব সহজে ও সুন্দর ভাবে উপস্থাপন করা। এর মাধ্যমে জটিল তথ্য ও তথ্য গুলো যেমন সহজভাবে উপস্থাপন করা যায় তেমন যে কেউ কোনো জটিলতা ছাড়া বুঝতে পারেন। তবে মজার ব্যাপার হচ্ছে ইনফোগ্রাফিকে উপস্থাপন করা ডাটাগুলো দেখতে অতি সহজ মনে হলেও এগুলো তৈরি করা অনেক সময় ঝামেলাপূর্ণ ।
আপনি যদি মনে করেন ইনফোগ্রাফিক ডিজাইন করা আপনার জন্য খুব কঠিন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। ৬ টি ব্যতিক্রমী ইনফোগ্রাফিক টুলসসমূহ দিয়ে কিভাবে গ্রাফিক ডিজাইন করা যায় তা দেখাবো। চলুন শুরু করি………………
১। Animaker
ভিডিও ইনফোগ্রাফিক বানানোর জন্য একটি অত্যন্ত চমৎকার টুলস এই অনিমাকের (Animaker) । আমরা সাধারণত স্থির ইনফোগ্রাফিক বানাতে কিংবা দেখে অভ্যস্ত। কিন্তু অনিমাকের টুলসটি দিয়ে অন্যা সকল ধরণের পদ্ধতির চেয়ে আকর্ষণীয় ইনফোগ্রাফিক তৈরি করা যায়। এতে প্রচুর পরিমাণে ইমেজ, আইকন রয়েছে। এতে আপনি শুধু তথ্য যোগ করে নিজের ইচ্ছা ব্যবহার করতে পারবেন।
২। Google Charts
গুগল চার্টস টুলসটি অন্যান্য সকল ইনফোগ্রাফিক টুলসের মতো সমান জনপ্রিয়। চমৎকার এই টুলসে অনেক ধরণের চার্টের লিস্ট থেকে আপনার পছন্দের চার্টের লিস্ট বেছে নেন। এছাড়া অনেক ফিচার থাকার কারণে কোন ডিজাইনটি আপনার ওয়েবসাইটের জন্য মানানসই হবে তা পরীক্ষা করে দেখার সুযোগ রয়েছে । যেকোনো তথ্য রিয়েল টাইম মুডে দেখার জন্য গুগল চার্টস টুলসটি সবাই ব্যবহার করতে পারেন।
৩। BeFunky
ফটো এডিটর ও কোলাজ তৈরির অন্যতম টুলস হিসেবে BeFunky ডিজাইনারের কাছে অনেক পরিচিত। তারা জটিলতর তথ্য সহজ করে প্রদর্শনের জন্য ইনফোগ্রাফিক মেকার রিলিজ করেছে। প্রথমে একটি থিম পছন্দ করুন, সেটাকে কাস্টোমাইজ করে টেক্সট-কালার-লেআউট এডিট করে তথ্য ইমপোর্ট এর মাধ্যমে অনেক সহজে এই টুলস দিয়ে কাজ করা যায়। সম্পূর্ণ ফ্রিতে এই টুলসটি ইনফোগ্রাফিক্স তৈরিতে বেশ চমৎকার কাজ করে।
৪। Snappa
মূলত Snappa টুলসটি একটি গ্রাফিক ডিজাইন টুলস যা ইনফোগ্রাফিক টুলস হিসেবে ব্যবহার করা হয়। এটা সাধারণত ডিজাইনার নন এমন মানুষদের জন্য তৈরি করা হয়েছে। ২০ মিনিটের কম সময়ে একটা ইনফোগ্রাফিক তৈরি করা সম্ভব। এতে যেকোনো টেম্পলেট প্রিসেট করার অপশন আছে। এছাড়া ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইন্টারফেস আনা, হাজার হাজার স্টক ফ্রি ইমেজের অপূর্ব সমন্বয় ঘটেছে Snappa । এই টুলসের পেইড ভার্সনও আছে। ফ্রি ভার্সন দিয়ে প্রতি মাসে ৪ থেকে ৫টি ডাউনলোড করা যাবে। পেইড ভার্সনে আনলিমিটেড ডাউনলোড ও ফন্ট কাস্টোমাইজ করার অপশন আছে এখানে।
৫। Visme
এককথায় Visme ইনফোগ্রাফিক হিসেবে অদ্বিতীয়। এর মাধ্যমে আপনার দেখানো তথ্যগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করা সম্ভব। এছাড়াও এটি প্রেজেন্টেশন তৈরি করতে ব্যবহার করা যায়। এই ফ্রি টুলসটিতে প্রায় ৯৯+ চমৎকার ফন্ট পাওয়া যায়। তাছাড়া অনেক ফ্রি ইমেজ, আইকন ও অন্যান্য বিষয় যেমনঃ অডিও এবং ভিডিও যুক্ত করা সুবিধা পাওয়া যায়। এবং পাশাপাশি এই টুলসে যেকোনো বিষয় সুস্পষ্টতার সাথে উপস্থাপনের জন্য অ্যানিমেট করে দেখানোর ব্যবস্থা রয়েছে। তাই আপনি এটি ব্যবহার করতে পারবেন।
৬। Infogram
প্রচুর পরিমাণে গ্রাফের পাশাপাশি চার্ট, ম্যাপ, ছবি অ্যাড করে চমৎকার ইনফোগ্রাফিক তৈরি করার জন্য এটি একটি অসাধারন টুলস। তথ্য যুক্ত করার পর সেগুলো একটি Excel-style tool দিয়ে এডিট করার সুযোগ থাকে। এর মাধ্যমে আপনার অ্যাড করা ডিজাইন গুলো কে ইনফোগ্রাফিক এক নতুন মাত্রা দিবে । তথ্যগুলোকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য Infogram ব্যবহার হয়।আপনার কাজ শেষে আপনি চাইলে আপনার কাজটি Infogram ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন খুব সহজে । এছাড়া যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কাজটি পাবলিশ করতে পারবেন। এই টুলসের ফ্রি ভার্সনের পাশাপাশি পেইড ভার্সন আছে যাতে অনেক ফিচার পাওয়া যায়।
আপনার স্টাডি অথবা অফিসিয়াল কাজে কিংবা প্রেজেন্টেশনে সব ক্ষেত্রে ইনফোগ্রাফিক তৈরি করাতে হয়। তাই আমি আশা করি, এই ফ্রি টুলসগুলো আপনাদের ইনফোগ্রাফিক তৈরি করতে সাহায্য করবে।
আজকের মত এখানেই শেষ করছি। লেখাগুলো বুজতে বা লেখার মধ্যে কোন ভুল হলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম……






No comments