ফটোশপের ইমেজে Water Drop ইফেক্ট যেভাবে দিবেন
আসসালামু আলাইকুম….। গ্রাফিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি ফটোশপের নতুন একটি টিউটোরিয়াল । আজ আপনাদের সঙ্গে আলোচনা করবো একটি চমৎকার বিষয় নিয়ে। আর এই চমৎকার বিষয়টি হল ফটোশপ দিয়ে কিভাবে ইমেজে ইফেক্ট দেওয়া যায়। চলুন শুরু করি……………
প্রথমে একটা নমুনা ইমেজ বা ছবি দেখে আসি। ওয়াও খুব ছবিটি দেখে সুন্দর লাগছে তাই না । একটু অপেক্ষা করুন কিছুক্ষন পর আপনিও Water Drop ইফেক্টটি দিতে পারবেন আপনার ইমেজে।
আসুন শুরু করে দেই আমাদের টিউটোরিয়ালটি …
আপনি প্রথমে ফটোশপে একটি ফুলের ছবি ওপেন করুন। তারপর নিচে ডানপাশে লেয়ার টুল (Layer Tool) -এ ক্লিক করুন । এরপর নতুন লেয়ার আসবে । লেয়ারটির নাম দিন Drop . এবার বামপাশ থেকে এলিপ্টিকাল মার্কি টুল (Elliptical Marquee Tool) সিলেক্ট করুন । এরপর SHIFT চেপে ফুলের ওপর বৃত্ত আঁকুন । এখন Gradient Tool ওপেন করুন । এবারে চিত্রে দেখান স্থানে ক্লিক করে 3 নং ডিজাইন এ সিলেক্ট বা ক্লিক করুন । এরপর OK তে ক্লিক করুন।
এরপর দেখুন বৃত্তটা সিলেক্ট করা আছে কি না তা চেক করে নিন। এখন SHIFT চেপে বৃত্তের এক প্রান্ত থকে অন্য প্রান্তে মাউস নিয়ে যান।এবার Crtl+D চাপতে হবে। এখন ডানপাশে Normal মুড থেকে চেঞ্জ করে Overlay দিন । এবার Drop -এ ডাবল ক্লিক করুন, আপনার অনেকটা কাজ শেষ ।
এখন আবার ১ম ধাপের মত লেয়ার টুল (Layer Tool) -এ ক্লিক করে নতুন লেয়ার আনুন । নাম দিন Highlight. X চেপে color invert করুন । সাদা উপরে থাকবে…এবার brush tool ওপেন করুন ।এখন বামদিকে উপরে দেখুন আপনার ব্রাশ customize করতে পারবেন । নিচের মত করে customize করুন…
Size: 7 px এবং Hardness: 92%
এবার আপনার ফুকের উপরে একটা ফোঁটা দিন । Shift চেপে ধরে Highlight And Drop একসাথে সিলেক্ট করুন । এখন Ctrl+G চাপুন । এবার চাপতে হবে Ctrl+J . এখন মুভ টুল সিলেক্ট করুন।
এরপর আপনার পানির ফোঁটাকে অন্যদিকে সরিয়ে আনতে হবে । আপনি এখন কোন ফোঁটাকে ছোট-বড় করতে চাইলে Ctrl+T চেপে করুন ।কাজ শেষে ENTER চাপুন।
এরপর পুনরায় Ctrl+J চাপুন। এখন দ্বিতীয় ফোঁটাকে drug করে অন্য কোথাও বসান । মোট ৩টি ফোঁটা হল । আপনি চাইলে ছোটবড় করে ENTER দিন ।আপনার কাজ প্রায় শেষ । আপনি যদি চান পানির ফোঁটা গোল না করে একটু ছেপটা বা অন্যরকম করবেন তোও করতে পারেন।
তো বন্ধুরা কেমন লাগলো আজকের বিষয়। আজকের মত এখানেই শেষ করছি। লেখাগুলো বুজতে বা লেখার মধ্যে কোন ভুল হলে কমেন্ট করে জানাবেন। ভাল থাকবেন থাকবেন সবাই। আসসালামু আলাইকুম……।


No comments