3D লোগো ডিজাইন শিখুন খুব সহজেই!

mehedi

একটি লোগো কোম্পানিকে চেনার মূল উপাদান। এটি প্রতিষ্ঠানের ক্ষেত্র প্রদর্শন করে এবং পরিষেবার পণ্য মান নিশ্চিত করে। প্রত্যেক ডিজাইনাররা একটি লোগো তৈরির জন্য অনেক সময় ব্যয় করে। সুতরাং, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

আজ আমরা এডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের দিয়ে কয়েকটি ধাপে একটি 3D লোগো তৈরি করতে যাচ্ছি। আমরা সম্পূর্ণ আকৃতি এবং রং-এর টেক্সচারের জন্য ইলাস্ট্রেটর ব্যবহার করব এবং তারপরে শেষ কিছু কাজের জন্য আমরা ফটোশপের কিছুটা ব্যবহার করব।

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ

ধাপ ১> আপনার কম্পিউটার থেকে এডোবি ইলাস্ট্রেটর অ্যাপলিকেশনটি চালু করে নিন।

ধাপ ২> File থেকে new-এ ক্লিক করুন। এখানে width 600px ও height 400px নিয়ে OK অপশনে ক্লিক করুন।

ধাপ ৩> Toolbox থেকে Ellipse Tool অথবা কীবোর্ড থেকে L চাপুন। তারপ একটি বৃত্ত এঁকে নিন। যার মাপ হবে 130 width ও 130 heigth.

ধাপ ৪> Gradient panel #564f4f color নিয়ে নিন।

এখানে আপনি আপনার ইচ্ছা মতো রং তৈরি করে নিতে পারেন।

ধাপ ৫> এখন আমরা আমাদের ডিজাইনে Shadow দিবো। Shadow দেওয়ার জন্য প্রথমে আপনাকে Effect-এ যেতে হবে, তারপরে সেখান থেকে Stylize তারপরে Drop Shadow-তে ক্লিক করতে হবে। এখানে আপনাকে Mode Normal, Opacity 50%, X-Offset 2.47mm, Y Offset 2.47mm Blur 1.76mm Black Color-এ রাখতে হবে ঠিক নিচের ছবির মতো।

ধাপ ৬> এখন আপনাকে আবার Toolbox থেকে Ellipse Tool নিতে হবে এবং আপনাকে 9pt weight এর বৃত্ত আঁকতে হবে। কিন্তু এর Color হতে হবে #58595B. নিম্নের ছবিতে বর্ণিত।

ধাপ ৭> এখন আপনাকে আবার Gradient Tool ব্যবহার করতে হবে। যার Angle হবে (-8.4) এবং Ratio হবে (276.74). নিছের ছবিতে দেখানো হয়েছে।

ধাপ ৮> এখানে আমাদের Toolbox থেকে Ellipse Tool নিয়ে একটি Oval Shape অঙ্কন করতে হবে। এর Stroke হবে 8pt এবং Stroke Color হবে #808285.(নিচের ছবিতে প্রদর্শন করা হয়েছে)

ধাপ ৯> এখন আপনাকে ২য় Oval Shape টিকে #27AAE1 Color দিতে হবে। আপনি চাইলে Gradient Tool ব্যবহার করে এটা ঠিক করে নিতে পারেন নিচের ছবির মতো।

ধাপ ১০> এখন আপনাকে ১ম ও ২য় Oval Shape-কে টেনে টেনে ঠিক করে নিতে হবে যেমন আপনি চান। আপনার ডিজাইনটি ঠিক নিচের ছবির মতো হবে।

ধাপ ১১> এখন আমরা একটি Shape তৈরি করে নিবো 3D Atomic Circle নিয়ে। এটা আমাদের মূল ডিজাইনের অংশ। এই Circle এর width 148mm এবং height 148mm হবে।(ছবি নিম্নোক্ত)

ধাপ ১২> এখন আপনাকে ২ একটি Circle তৈরি করতে হবে। আর এই Circle এর জন্য আপনাকে নতুন করে বৃত্ত অঙ্কন করতে হবে না। শুধুমাত্র কীবোর্ড থেকে shift+ctrl+v চেপে মাউস ও এর বাম বোতাম চেপে ছেড়ে দিন। তারপরে দেখবেন ১ম বৃত্তের ন্যায় অন্য একটি বৃত্ত তৈরি হয়েছে ঠিক নিচের ছবির মতো।

ধাপ ১৩> এখন আমরা আমাদের ১ম বৃত্তকে 3D Effect দিবো। তো আপনাকে এখন ১ম বৃত্ত সিলেক্ট করে নিন। তারপরে Menu বার থেকে Effect তারপর Extrude & Bevel-এ ক্লিক করতে হবে।(নিচে ছবির সাহায্যে দেখানো হয়েছে)

ধাপ ১৪> এখন আপনাকে Extrude Depth 19pt এবং Rounded Bevel height 4pt তে নিয়ে আস্তে হবে। তারপরে Plastic Shading সিলেক্ট করতে হবে।(নিচের ছবিতে দেখানো হয়েছে)

ধাপ ১৫> এখন আপনাকে More Option-এ ক্লিক করতে হবে। তাহলে আপনার সামনে আরও দুইটি Tab শো হবে। এর Shading Color হতে হবে balck. আপনি চাইলে Setting থেকে Light intensity, Ambient light, Highlight size এবং Blend step চেঞ্জ করে নিতে পারে নিচের ছবির মতো।

ধাপ ১৬> ১ম বৃত্তের কাজ শেষ। এখন আমরা ২য় বৃত্তে 3D Effect দেওয়ার চেষ্টা করবো। তার আগে আপনাকে ২য় বৃত্ত সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করা হয়ে গেলে নিচের ছবির ন্যায় দেখা যাবে।

ধাপ ১৭> এখন আমরা আমাদের ২য় বৃত্তকে 3D Effect দিবো। আমাদের ২য় বৃত্ত পূর্বেই সিলেক্ট করা রয়েছে। তারপরে Menu বার থেকে Effect তারপর Extrude & Bevel-এ ক্লিক করতে হবে।(নিচে ছবির সাহায্যে দেখানো হয়েছে)

ধাপ ১৮> এখন আপনি নিচের ছবির মতো বৃত্তগুলোকে সাজিয়ে নিন।

ধাপ ১৯> এখন সবগুলো বৃত্তকে একত্রিত করতে হবে এবং একটি Metal Globe বৃত্তের সামনে যোগ করতে হবে। তারপরে আপনার ডিজাইনটি নিচের ছবির ন্যায় হবে।

 

ধাপ ২০> এখন এই ফাইলটি ফটোশপে ওপেন করতে হবে। তারপর প্রথমে Brush Tool 1px Size #00fff6 Color দিয়ে সিলেক্ট করতে হবে। সাথে সাথে আপনার সামনে নিচের মতো একটি ছবি আসবে।

এখন Pen Tool সিলেক্ট করুন এবং আমাদের বাহিরের বৃত্তগুলোর সাথে একটি Path তৈরি করুন। এখন মাউসের ডান বাটনে ক্লিক করুন এবং Stroke Path সিলেক্ট করুন।

ধাপ ২১> এখন আপনাকে আপনার ডিজাইনের মাঝে Text যুক্ত করতে হবে এবং আপনার Drive-এ সেভ করতে হবে।

আশা করি আপনি 3D লোগো তৈরি করা শিখে ফেলেছে। এখন আপনার কাজ হলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা।

আমার আর্টিকেলটি হয়তো অনেকের অনেক কাজে এসেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে লেখার চেষ্টা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.