ফটোশপ এর ১০ টি ওয়াটার কালার এ্যাকশন। আসুন দেখি
আমরা ডিজাইন করার সময় হয়তো ওয়েবসাইট এর ব্যাকগ্রাউন্ড, স্কেচ, অথবা অন্য কোনো ফটো কম্পোজিশন ব্যবহার করে থাকি। আমরা চাইলে এতে নজরকাড়া ও চমৎকার করে তুলতে পারি। এটি সম্ভব অ্যাডবি ফটোশপের বিভিন্ন ওয়াটার কালার ইফেক্ট দিয়ে। এটি আমাদের ডিজাইনকে সকল ডিজাইন থেকে আলাদা সৌন্দর্য দিতে সাহায্য করবে।
আপনি প্রাথমিক কিছু ধারণা নিয়েই এসব ইফেক্ট আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা ডিজাইনে ব্যবহার করতে পারবেন খুব সহজে। আর এই ওয়াটার কালার ইফেক্টগুলো ব্যবহার করা অনেক সহজ কাজ। প্রথমে আপনার পছন্দ করা ছবিটি অ্যাডবি ফটোশপে ওপেন করতে হবে। এখন Edit এ ক্লিক তারপর—> Preset এ ক্লিক তারপর —> Preset Manager এ ক্লিক থেকে আপনার যে ইফেক্টটি ব্যবহার করার ইচ্ছা হয় সেটি লোড করুন। Preset Type কে Pattern করে দিন। এখন Load Action থেকে ইফেক্টটি লোড করুন। এরপর নতুন লেয়ার নিতে হবে। সেখানে যে অংশে ইফেক্টটি দিতে ইচ্ছা হয় সেটুকু ব্রাশ টুল Brush Tool দিয়ে যে কোন একটি কালার সিলেক্ট করে নিন। এখন Action থেকে প্লে বাটনে প্রেস করলেই ইমেজটি আপনার পছন্দের ওয়াটার কালার ইফেক্টটি সদৃশ হবে।
হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম……।। কেমন আছেন সবাই । আমি আজকে অ্যাডবি ফটোশপের ১০ টি ওয়াটার কালার ইফেক্ট নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করি…………
স্কেচ আর্ট ফটোশপ এ্যাকশন (Sketch Art Photoshop Action)

স্কেচ আর্ট ফটোশপ এ্যাকশনটি দিয়ে আপনি যে কোন ডিজাইনকে স্কেচ আর্ট ইফেক্টের ভাব আনতে পারেন। কিছু ওয়াটার কালার ইফেক্ট অ্যাড করতে সহায়তা করে। এই এ্যাকশনটি বিভিন্ন Portrait ইমেজ ডিজাইন, ব্যাকগ্রাউন্ড এ ব্যবহার করা যাবে খুব সহজে।
ইম্প্রেশনিস্ট ফটোশপ এ্যাকশন (Impressionist Photoshop Action)

ইম্প্রেশনিস্ট ফটোশপ এ্যাকশন অনেক সুন্দর ওয়াটার কালার ইফেক্ট যা দিয়ে আপনারা ডিজাইনকে বেশ অপূর্ব ভাব এনে দিতে পারবেন। আপনার ইমেজকে ওয়াটার কালার ইফেক্ট দেয়ার কারণে ইমেজে জীবন্ত ভাব এনে দিবে। কিন্তু এই ইফেক্ট অন্যান্য ইফেক্ট থেকে একটু আলাদা কারণ এটি ফ্যামিলি ফটোতে কাজ করতে পারে না । শুধু সিঙ্গেল ইমেজে কাজ করতে পারে।
মডার্ন ওয়াটারকালার ফটোশপ এ্যাকশন (Modern Watercolor Photoshop Action)

ফটোশপে ওয়াটার কালার ইফেক্টটি আপনার ছবিকে অসাধারণ করে তলে। এটি আপনার ছবির যেকোন যথার্থ স্থনে ইফেক্ট দিতে সহায়তা করে। এর জন্য সেই যথার্থ স্থনে ব্রাশ করে ইফেক্ট প্রয়োগ করতে হবে আপনাকে। তাহলেই কাজ হয়ে যাবে।
ক্রিয়েটিভ ওয়াটারকালার এ্যাকশন (Creative Watercolor Action)

ক্রিয়েটিভ ওয়াটারকালার এ্যাকশন ডিজাইনের জন্য প্রায় ৫ ধরণের কালার সমাহার রয়েছে। ক্রিয়েটিভ ওয়াটারকালার এ্যাকশন ইফেক্ট আপনার ইমেজে ফটো ইফেক্টের এবং ওয়াটার কালার দারুণ সমন্বয় ঘটাবে। তবে আমার জানা মতে ক্রিয়েটিভ ওয়াটারকালার এ্যাকশন গুলো Photoshop CS3 ও এর আগের ভার্সন গুলোতে কাজ করে। Photoshop CS3 এর পরের ভার্সনে কাজ করে না।
মোকনার্ট ৪ ফটোশপ এ্যাকশন (ModernArt 4 Photoshop Action)

আপনার পছন্দের ছবির মধ্যে সত্যিকার শিল্পী সুলভ ভাব আনতে সাহায্য করবে মোকনার্ট ৪ ফটোশপ এ্যাকশন ইফেক্টটি। কারণ এটি আপনার ডিজাইনের জন্য প্রয়োজনীয় ছবিটিকে একত্র মিশ্রিত করে জীবন্ত করে তুলবে। আর এই এ্যাকশনটি বেশ সহজ ভাবে ব্যবহার করা যায়। আপনি শুধু প্রয়োজনীয় অংশে এই ইফেক্ট ব্যবহার করুণ। আপনার ইমেজের সৌন্দর্য বেড়ে যাবে।
পোস্টরুম – গুরুং পেইন্টিং ফটোশপ এ্যাকশন (Posterum – Grunge Painting Photoshop Action)

আপমার প্রোডাক্টে ছবি সংবলিত ইমেজে পোস্টরুম – গুরুং পেইন্টিং ফটোশপ এ্যাকশনটি ব্যবহার করে ভালো ইফেক্ট দেয়া যায়। এটি ইফেক্ট দেয়ার ফলে আপনার ছবিটি ক্লায়েন্টের এবং পাঠক সাধারণ নজর পরবে।
৮ ওয়াটারকালার এন্ড এক্রাইলিক পেইন্টিং ফক্স (8 Watercolor and Acrylic Painting FX)

প্রায় ৮ ধরণের আলাদা ফটোশপ এ্যাকশন ব্যবহারের সুযোগ রয়েছে ৮ ওয়াটারকালার এন্ড এক্রাইলিক পেইন্ট ফক্স দিয়ে। এতে প্রতিটি এ্যাকশন দিয়ে লেয়ার গুলো নিজের ইচ্ছামত এডিট করা যায়। এছাড়া এতে রিয়েল ওয়াটার কালার Painting দিয়ে তৈরি Texture ব্যবহারের সুযোগ আছে।
ডেলাইট ওয়াটারকালার ফটোশপ এ্যাকশন (Delight Watercolor Photoshop Action)

ডেলাইট ওয়াটার কালার ফটোশপ এ্যাকশন ইফেক্টটি দিয়ে ডিজাইন করলে অন্যান্য ফটোশপ ইফেক্টের তুলনায় বেশ প্রাণবন্ত ভাব এনে দেয়। এতে সম্পাদনযোগ্য লেয়ার তৈরি হয় যার কারণে আপনি যেন পছন্দমতো ডিজাইন করতে পারবেন।
পারফেসটুম ২ – ওয়াটারকালার আর্টিস্ট ফটোশপ এ্যাকশন (Perfectum 2 – Watercolor Artist Photoshop Action)

পারফেসটুম ২ – ওয়াটারকালার আর্টিস্ট ফটোশপ এ্যাকশন আপনার ডিজাইন ও ইমেজের মধ্যে ভিন্ন এক ধরণের Vibrans মিলিত করার মাধ্যমে ওয়াটার কালারের এক রমণীয় ভাব ফুটিয়ে তুলবে। কিভাবে এই ওয়াটার কালার এ্যাকশন গুলো ব্যবহার করবেন সেসব এই ওয়েবসাইটে খুঁটিনাটি তথ্য এবং ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের টিউটোরিয়াল গুলো দেখে আপনি খুব সহজে পারফেসটুম ২ – ওয়াটারকালার আর্টিস্ট ফটোশপ এ্যাকশনটি আপনার ইমেজের ব্যবহার করতে পারবেন।
ওয়াটারকালার এন্ড পেন্সিল এ্যাকশন ফর ফটোশপ (Watercolor and Pencil Action for Photoshop)

ওয়াটারকালার এন্ড পেন্সিল এ্যাকশন ফর ফটোশপ ইফেক্টটি আপনার যেকোন ছবি বা ডিজাইনকে একটা সেরা সেরা শিল্পকর্ম হিসেবে উপস্থাপন করবে। এই ইফেক্টটি ব্যবহার করলে আপনার ডিজাইনে এক ভিন্ন মাত্রা এনে দিবে।
বন্ধুরা কেমন লাগলো আজকের বিষয়। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি।
No comments