টাইপোগ্রাফি ও বর্ণমালা লোগো ডিজাইন কিভাবে করবেন?
একটি বর্ণমালা বা ফন্ট অথবা লেটার দিয়ে টাইপোগ্রাফি লোগো ডিজাইন বা বর্ণমালা লোগো ডিজাইন কিভাবে তৈরি করবেন অ্যাডবি ফটোশপে তা নিয়ে আজ আলোচনা করবো। হ্যালো বন্ধুরা কেমন আছেন, আশা করি ভালো আছেন। চলুন শুরু করি………………………
টাইপোগ্রাফি বা বর্ণমালা লোগো ডিজাইন কি ?
এক কথায় যদি বলি তাহলে বলতে হবে টাইপোগ্রাফি হচ্ছে লেখার শৈল্পিক উপস্থাপনা।বর্ণমালা হচ্ছে ভাষার প্রাণ। বর্ণমালা ছাড়া যে কোন ভাষা মূল্যহীন।
তাই বলা যায় কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি এক বা একাধিক বর্ণমালা অথবা লেটার দিয়ে তার কোম্পানির জন্য একজন ডিজাইনারের সাহায়তায় লোগো ডিজাইন করে তবে তাকে টাইপোগ্রাফি বা বর্ণমালা লোগো ডিজাইন বলে।
লোগো একটি কোম্পানির চাক্ষুষ ব্র্যান্ড সনাক্তকরণ তৈরির চেয়ে বেশি। একটি ভাল পরিকল্পিত টাইপোগ্রাফি বা বর্ণমালা লোগো আপনার কোম্পানির পরিচয় বহন করে । তাই আপনার টাইপোগ্রাফি লোগোটি হতে হবে ইউনিক এবং ক্রিয়েটিভ ।
টাইপোগ্রাফি বা বর্ণমালা লোগো ডিজাইন ঃ
আমরা অ্যাডবি ফটোশপে টাইপোগ্রাফি বা বর্ণমালা লোগো ডিজাইন করবো ।
অ্যাডবি ফটোশপ ওপেন করে আপনাদের ইচ্ছে মত সাইজে একটি নতুন ডকুমেন্ট ওপেন করতে হবে ।

আমি সাইজ নিয়েছিঃ Height- 1000 pixels
Width- 750 pixels
Resolution- 72
ডকুমেন্ট ওপেন হওয়ার পর টাইপ টুল সিলেক্ট করে ফন্ট সাইজ ২০০ ও ফন্ট নিতে হবে Gill Sans MT Bold Italic এবং টেক্সট কালার নিজের ইচ্ছা মত নিতে পারেন। আমি এখানে কালার নিয়েছিঃ International Orange (ff4e00) এখন ইংরেজি বর্ণমালা A টাইপ করুন। সব সেটিং ঠিক থাকলে টেক্সটি দেখতে লাগবে এমন।

এখন টেক্সট লেয়ার টি রাস্টারাইজ করার জন্য টেক্সট লেয়ার এ মাউসের রাইট ক্লিক -> Rasterize Type এ ক্লিক । দেখুন লেয়ার টি রাস্টার লেয়ারে পরিবর্তন হয়েছে।
এরপর Rounded Rectangle Tool (U) সিলেক্ট করে ডকুমেন্ট এ ক্লিক করুন Create Rounded Rectangle নামে একটি বক্স আসবে।
Height- 150 px
Width- 35 px
ব্যাসার্ধ / Radii- 30 px

এখন OK তে ক্লিক করুন। দেখুন একটি Rounded Rectangle বক্স তৈরি হয়েছে। Rounded Rectangle বক্সটি রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। এরপর নিচের লোগোটির মত একটি Rectangle এড করতে হবে। পরের টি মেইন লোগো A থেকে কেটে ফেলতে হবে।পরের টি এড এবং তারপর কেটে ফেলতে হবে। এভাবে Orange এবং White কালার কম্বিনেশন করে যেন ইংরেজি বর্ণমালা E A মত দেখা যায়। এরপর লোগোর রাইট পাশে কোম্পানির নাম এবং টেগ লাইন লিখুন।

টাইপোগ্রাফি বা বর্ণমালা লোগোটি ডিজাইন শেষ হলে ফাইলটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে PNG ফরমেটে সেভ করুন। টাইপোগ্রাফি লোগোটি মোকআপ করে দেখুন অনেক সুন্দর দেখাবে।

তো বন্ধুরা কেমন লাগলো আজকের বিষয়। আজকের মত এখানেই শেষ করছি। লেখার মধ্যে কোন ভুল হলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।
No comments